
নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসে জীবনকে কমবেশি পাল্টে দিয়েছে।অতি শীঘ্রই যে ভাইরাস চলে যাচ্ছে তা কিন্তু নয়, যার ফলে আমাদের প্রতিদিনের জীবনসূচি ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে। জীবনযাত্রায় এই পরিবর্তনের ফলে বহু মানুষের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থেকে বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এসবকিছুর মাঝেও মানুষের জীবনে সম্পর্কগুলোও কেমন যেন অবিশবাস্যভাবে বদলে যাচ্ছে দিন দিন। বলা যেতে পারে সম্পর্কগুলো আবার কখনো আগের মতো নেই। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে জোরালো বিধিনিষেধ থাকায় অনেক জুটি কয়েক মাস ধরে আলাদা থেকেছেন যার ফলে অনেক ক্ষেত্রেই অন্য মানুষের সাথে হয়তো ঘনিষ্ঠটা বাড়ছে দিন দিন।
অনেকে আরও ভালো থাকার জন্য বা নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য ভালোবাসার সম্পর্ক আলাদা করে যাচ্ছে। ভালোবাসার সম্পর্কে বাস্তবতার নির্মম প্রভাব এর আগে দেখা যায়নি।