
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও -নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব নবী হযরত মুহম্মদ (সাঃ) কে ফ্রান্স সরকার কর্তৃক অবমাননা ও ব্যঙ্গ কাটুন বানানোর প্রতিবাদে, ফ্রান্সের পণ্য বর্জন, সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সহ বিভিন্ন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইমাম ও উলামা পরিষদের আয়োজনে সোমববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ জোহর উপজেলার পূর্ব চৌরাস্তা মোড়ের সামনে ইমাম ও উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইমাম ও উলামা পরিষদের কোষাদক্ষ্য মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ আইনুল হক, পীরগঞ্জ স্টেশন রোড জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুজ্জামান ও মাওলানা মোঃ মোজ্জামেল হোসেন প্রমূখ।
প্রতিবাদ সভার পূর্বে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ হাজার হাজার মুসল্লিরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।