
নিজস্ব প্রতিবেদক :
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমাগুলোর মধ্যে আলোচিত নাম ‘আদিপুরুষ’। পরিচালক রাউতের বিশাল বাজেটের এই সিনেমা নিয়ে দর্শকের মাঝে রয়েছে নানা গুন্জন। এর আগে ‘তানাজি’র মত দুর্দান্ত সিনেমা উপহার দেওয়ার জন্য সবার কাছে ওম রাউতকে নিয়ে প্রত্যাশা সবারই একটু বেশিই।
কেন্দ্রীয় চরিত্র রামের ভূমিকায় থাকবেন প্রভাস। ভিলেন হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান।
দর্শকের জন্য এলো এবার আরও একটি বিশাল চমক। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়ছে, সিনেমাটিতে যুক্ত হচ্ছেন বলিউডের আরেক তুখোর অভিনেতা অজয় দেবগন। তিনি এখানে তাকে মহাদেব শিবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।