
মো : তানভীর রহমান, নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন এলাকা ঢাকা-৫ আসনের উপনির্বাচনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এ আসনের ভোটার না হতে পেরে তিনি খুব কষ্টের সাধে আফসোস প্রকাশ করলেন। এমনকিিএই কারণেই সরকার এবং নির্বাচন কমিশনকেই তিনি দায়ী করলেন ।
আজ ১৭ অক্টোবর সকাল ৯:৪৫ সময়ে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটিতে পরিদর্শনের মাধ্যমে তার দিনের কর্মসূচিটি শুরু করলেন। আনুমানিক ১৫ মিনিট কেন্দ্রটিতে পরিদর্শনের পরে সাংবাদিকদের সাথে আলাপ করে তার ভোটার না হতে পারার বিষয়টিতিনি জানালেন ।