
নিজস্ব প্রতিবেদক : দেশের চট্টগ্রামে বাঁশখালীর উপজেলাতে সাধনপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের কলহে ছোট ভাইয়ের হাতেই খুন হলেন বড় ভাই।গতকাল ২৫ আগস্ট দুপুরের দিকে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে পাহাড়ি কছুজুম নতুন পাড়ারের গ্রামে এই ঘটনাটি ঘটে।এমদাদ (৩০) নিহত হয় । নিহত ব্যক্তিটি বাণীগ্রামর ২ নং ওয়ার্ডের পাহাড়ি কছুজুম নতুন পাড়া এলাকার ইসহাকের ছেলে বলে জানা যায় । নিহত এমদাদের ৮ মাস বয়সী এক কন্যা সন্তান আছে।বাঁশখালী থানার (ওসি) রেজাউল করিম পীরগঞ্জ নিউজকে বলেন, ২ ভাইয়ের মাঝে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটিতে এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করলে এমদাদের মুত্যু হয়। লাশটি ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে