Subscribe our Channel

বোচাগঞ্জে সেতাবগঞ্জ চিনিকলে ঠিকাদারী গাফিলতিতে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত
জয়ন্ত রায়, বোচাগঞ্জ প্রতিনিধিঃ 
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলে ঠিকাদারী কর্মরত শ্রমিকদের মাঝে এ দুর্ঘটনা ঘটে। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রগতি ইঞ্জিনিয়ারিং ওয়ার্স এর গাফিলতির কারণে সেতাবগঞ্জ চিনিকলের  চিমনি থেকে পড়ে প্রাণ গেল এক রংমিস্ত্রী শ্রমিকের। এ দূর্ঘটনায় আরোও দুই শ্রমিক গুরুত্ব আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে, আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সেতাবগঞ্জ চিনিকলের প্রায় ১৫০ ফিট উচু চিমনি রং করার জন্য ঠিকাদার মোঃ আতাউর রহমান (৪৫), মোঃ খালেদুর রহমান (৪০) উভয় পিতা কোবাজ উদ্দীন ও মোঃ মুরাদ পিতা আতাউর রহমান সর্ব সাং-আটগাঁও পাখিপাড়ার বাসিন্দাকে কাজে  নিযুক্ত করেন ।
 আনুমানিক সকাল ১১টার সময় শ্রমিকরা চিমনি রং করাকালীন সময়ে শিকল ছিড়ে মাটিতে পড়ে গিয়ে গুরুত্ব আহত হয়, এসময় চিনিকলে কর্মরত অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিকদের সকাল ১১টা ১৫ মিনিটে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ ইমরুল কায়েস গুরুত্বর আহত মোঃ আতাউর রহমান ও মোঃ খালেদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। আহতদের একজন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক আতাউর রহমান মৃত্যুবরণ করেন ।
দূর্ঘটনার বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রগতি ইঞ্জিনিয়ারিং ওয়ার্স এর সত্তাধীকারী আঃ রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, এ কাজটি আমি তসলিম নামের এক সাব কন্টাক্টরকে দিয়েছিলাম সে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।
এ বিষয়ে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস.এম জাকির হোসেন বলেন, টেন্ডার নোটিশে আমরা উল্লেখ করে দিয়েছি কাজ চলাকালীন সময়ে যদি কোন দূর্ঘটনা ঘটে এ জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান দায়ী থাকবে। মিল কর্তৃপক্ষ এর কোন দায়ভার গ্রহন করবে না। উল্লেখ্য যে, শ্রমিকদের সু-রক্ষার বিষয়টি নিশ্চিত না করেই কিভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ১৫০ফিট উচু চিমনি রং করার জন্য শ্রমিকদের নিযুক্ত করেছেন তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আহত ও নিহতের স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *