
জয়ন্ত রায় বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সেতাবগঞ্জ মাদ্রাসা রোডস্থ্য বোচাগঞ্জ উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়ন রেজিঃনং-রাজ-৩১১৮ এর অফিস কার্যালয়ের পাশে ইউনিয়নের সভাপতি মোঃ সুমন বিহারীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভা করা হয়েছে। এ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী বলেন, অতিতে মালামাল লোড-আনলোড করার জন্য বোচাগঞ্জে কোন লেবার ইউনিয়ন ছিল না। তখন মালিক পক্ষ নিজস্ব লেবার দিয়ে মালামাল লোড-আনলোড করত। এখন যেহেতু এই ইউনিয়নটি হয়েছে আমি আশা করব লেবারদের কল্যানে ইউনিয়নের সভাপতি/ সম্পাদক সহ কার্যকরী কমিটি সততার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবে। এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে দেওগাও বকুলতলা ডিগ্রী কলেজের প্রভাষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম সরকার, দিনাজপুর জেলা শ্রম অধিদপ্তর কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া এর সভাপতি মোঃ মোমিন, লোড-আনলোড ইউনিয়ন কাহারোল শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী। এছাড়াও বোচাগঞ্জ উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক লেমন চন্দ্র, বক্তব্য রাখেন।