
জয়ন্ত রায়, বোচগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে বিশ^ শিশু দিবস পালিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে ১০০ জন স্পন্সর শিশুকে নিয়ে এই দিবসটি পালন করা হয়।
বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং ইন্টার্ন (প্রোগ্রাম) মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, সিডিপির এ্যাসিস্টেন্ট ম্যানেজার(প্রোগ্রাম) মোঃ কালাম উদ্দীন, মেডিকেল অফিসার ডাঃ করিম বাদশা। এছাড়াও বোচাগঞ্জ সিডিপির শিশু পরিষদের সভাপতি বৃষ্টি আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।