
জয়ন্ত রায়, বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কেড়ালগাঁও গ্রামের মাঝে দ্বীপশিখার নেতৃত্বে অপরাজিতা নারী সংগঠনের নিজ অর্থায়নে আজ ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপনের তাগিদে শতাধিক শিশুদের মাঝে পুষ্টিকর খাবার দেওয়া হয়।
দ্বীপশিখার নারী উন্নয়ন কর্মী আন্জুয়ারা বলেন, কেড়ালগাঁও সহ বোচাগঞ্জে ২৩ জায়গায় এরকম আরো নারী সংগঠন আছে। এর মধ্যে ১০ জায়গায় শিশুদের মাঝে খাবার দেওয়া হয়। অন্যান্য সংগঠন উপজেলায় অংশগ্রহণ করছে। তবে নারীদের লুকায়িত্ব শক্তিকে জাগ্রত করা ও স্বনির্ভর করে গড়ে তোলা আমাদের কাজ।
সম্পাদক রুম্পি রাণী বলেন, এই সংগঠনের লক্ষ্য হচ্ছে, বাল্য বিবাহ মুক্ত, নারী নির্যাতন মুক্ত, নারীদের স্বাবলম্বী করা, নারীদের শিক্ষার প্রসার ঘটানো।
নারীদের আয়মুলক কাজে উৎসাহ দেওয়া আমাদের সংগঠনের মুল লক্ষ্য। আরো উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জাতীয় দৈনিক আলোকিত সকাল বোচাগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর জেলা মহাজোটের সদস্য, কেড়ালগাঁও মিশন স্কুল শিক্ষক জয়ন্ত রায় ও অন্যান্য যুবনেতাবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল্পনা রাণী, সম্পাদক রুম্পি রাণী ও অন্যান্য সদস্যরা।