জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
আজ ০৬ ডিসেম্বর রবিবার বোচাগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস। দিবসটি পালনের লক্ষ্যে প্রতিবারের মতো এবছরেই বিস্তারিত কর্মসূচী গ্রহন করলেন মুক্তিযোদ্ধা সংসদ, বোচাগঞ্জ উপজেলা কমান্ড।

আজ সকাল ৭টায় আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের স্বরনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণেএবং সকাল সাড়ে ৯টাযর সময় আনন্দ র্যালী হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বোচাগঞ্জে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে এলাকাটি মুক্ত করেন । সেখানে ১৩ জন মানুষ শহীদ হয়।