Subscribe our Channel

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত

 

মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা পারভীন নিজ ক্ষমতার বলে মোটা অংকের অর্থের বিনিময়ে খেলা-ধুলার মাঠটি দীর্ঘদিন ধরে মেসার্স রফিক কন্সট্রাকন্সন কোম্পানী(প্রাঃ) লিমিটেড) ১৮/১ নয়া পল্টন ঢাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানটি বিদ্যালয়েল মাঠে পাথর-বালু স্তুপ করে রাখার কারনে কোমলমতি শিক্ষার্থীরা ফুটবল খেলা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। এব্যাপারে এলাকাবাসী জানান, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকায় প্রধান শিক্ষিকা রোজিনা পারভীন দূনীর্তির আশ্রয়ন গ্রহন করেছেন। মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত মিস্ত্রী সঙ্গে কথা বললে তিনি বলেন, দীর্ঘ এক বছর ধরে ভাড়ার মাধ্যমে বিদ্যালয়ের মাঠে পাথর ও বালু স্তুপ করে রাখা হয়েছে। কাজ শেষ হলে পাথর ও বালু সরিয়ে নেওয়া হবে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা পারভীনের সঙ্গে কথা বললে তিনি বলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ রায়ের নিকট অনুমতি নিয়ে আমি বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়েছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওবাইদুর রহমান খানের সঙ্গে কথা হলে এ বিষয়ে কিছুই জানেন না বলে তিনি জানান। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, অনুমতি ছাড়াই প্রধান শিক্ষিকা রোজিনা পারভীন যে কাজ করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে পাথর ও বালু স্তুপ রাখার বিষয় জানতে চাওয়া হলে, নির্বাহী প্রকৌশলী দিনাজপুর এলজিইডি এসএম জাকিউর রহমান জানান, বিদ্যালয় বন্ধ রয়েছে ,মাঠের মধ্যে পাথর-বালু রাখলে কোনো সমস্যা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *