
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা :
দিনাজপুরের বীরগঞ্জে পেটের ব্যথা সইতে না পেরে কমলা কান্ত (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামে। ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার জানান, কমলা কান্ত বানপাড়া গ্রামের মৃত নির্মল কান্ত রায়ের ছেলে। সে দীর্ঘদিন থেকে পেটের ব্যাথা জনিত রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার ভোরে নিজ শয়ন ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কমলা কান্ত। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ থানার এএসআই আবুল হাসনাতের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।