Subscribe our Channel

বীরগঞ্জে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের অফিসার বৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যাক্তিগণের সাথে উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত ইউএনও মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো.আব্দুল কাদের বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে বীরগঞ্জকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে বীরগঞ্জ হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের মহামারীতে বীরগঞ্জ উপজেলার মানুষকে সুস্থ থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন , সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা জানেন কোথায় কি হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসুচী বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব। সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকান্ড সহ আইন-শৃঙ্খলার বিষয়টিও দেখভাল করতে হয়। সুষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বার্থে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভা শেষে দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত ইউএনও মো. আব্দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *