
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় দিনাজপুরের বীরগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ঢেপা নদীর দোমুখা ঘাটে ৩৬০ কেজি পোনা মাছ অবমুক্তকরণর করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক ড. মো.সাইনার আলম, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. এস.এম. রেজাউল করিম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।