
শামীয়ারা পারভীন দীপ:
কি হচ্ছে আর কি হবে
এ কথা ভাবলেই মনে হয়
বারুদের বিছানায় শুয়ে আছি,
ঘুরছি অগ্নিকুন্ড মাথায় নিয়ে।
বিবেক তাড়িত ইচ্ছেগুলি খোঁচা দেয়,
সব ইচ্ছেকে আটকে রাখি;
মাঝে-মাঝে বের হয়ে আসে
পোষা বিড়ালের মত পায়ের কাছে বসে–
টুলটুল করে তাকায়,
মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি,
বিড়ালকে বাঘ হতে নেই।