
শিল্প ও সাহিত্য : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বাপেক্ষা জনপ্রিয় কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা (১৯২২)। কবির অনুপম নিদর্শনাতে বিদ্রোহী কবিতা। যাকিনা এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে। এই কাব্যে বিদ্রোহী ভাবে তার মনের মনোভাবটি ফুটে উঠেছে। এতে হিন্দু ও মুসলমানদের ঐতিহ্যটি তুলে ধরা হয়েছে। এর সাথে দোলন-চাঁপা (১৯২৩) কাব্যের প্রেম ও বিদ্রোহটিও পাশাপাশি। না বললেই নয় কবি নজরুলের অনেক কবিতাগুলো এমনই। তার কবিতা বলে শেষ করা যাবে না তার বহু কবিতা আছে যা আমরা আমাদের বাংলার মাটিতে হারিয়ে ফেলেছি । তবে কাজী নজরুল ইসলাম আমাদের মনের মাঝে সারা জীবন বৃদ্যমান থাকবে ।