
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালন করা হয়েছে।”মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে বালিয়াডাঙ্গী থানায় কমিউনিটি পুলিশিং ফোরাম উপজেলার আয়োজনে থানা কার্যালয় চত্বর হতে দিবসের কর্মসুচি উদ্বোধন করেন।পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধানের নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা কার্যালয় হতে চৌরাস্তা চত্বর হয়ে একই স্হানে এসে শেষ হয়।উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন,বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম সহ প্রায় ৫ শতাধিক স্কুল ছাত্র ছাত্রী।এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্হিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান,বালিয়াডাঙ্গী থানার ওসি( তদন্ত) মোঃ আবদুস সবুর, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম সহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দরা।