
মোঃ ইলিয়াস আলীঃ ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার থানা রোডে সোনিয়া কম্পিউটার সংলগ্ন সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সকাল ১১টার সময় ফিতা কেটে এ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।তার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বালিয়াডাঙ্গী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক’র সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন সিটি ব্যাংকের আন্ঞ্চলিক প্রধান মো.সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমান,সিটি ব্যাংক লি.এর রংপুর এরিয়া ম্যানেজার আফরোজ খান,টেরিটোরি অফিসার লুৎফর রহমান প্রমুখ।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী এজেন্ট ব্যাংকের উদ্যোক্তা জুলফিকার আলী শাহ।পরে ফিতা কেটে শাখাটির উদ্ধোধন করা হয়। সেই সাথে মোনাজাত করা হয়।মোনাজাত করেন বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জেন আব্দুল কাদের।
উল্লেখ্যযে,এটি দেশের মধ্যে ১০৭৪ তম এজেন্ট ব্যাংকিং শাখা এবং জেলার মধ্যে ১০ তম শাখা।