
খেলাধুলা প্রতিবেদক : এবার (বাফুফে) নির্বাচনে বিজয়ীরা ১ সপ্তাহ পরেই সভাতে বসবে নির্বাচিত এই নির্বাহী কমিটির সকলেই।আগামী রোববার ১১ অক্টোবর দুপুর ২:৩০ সময়ে নির্বাচিত নতুন কমিটির প্রথম সভাটি আহ্বান করলেন (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
(বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানালেন, উক্ত সভাতে নির্বাচনের ফলাফল, এজিএম পর্যালোচনা এমনকি নির্বাচিতদের সাথে পরস্পরের সাথে পরিচিত হওয়া- এসকল আছে এজেন্ডায়।