
নিজস্ব প্রতিনিধি :
নতুন চমক নিয়ে চার ধরনের মডেল নিয়ে বাজারে আসলো আইফোন ১২। এতে রয়েছে ৫জি । অ্যাপল প্রেমীদের এই ফোনটি দেখে নিশ্চয়ই আইফোন ৫ এর কথা মনে পড়ার কথা। ৬.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত আইফোন ১২ এর দাম হবে ৭৯৯ ডলার। তবে এবার এই ফোনের আরো একটি ছোট সংস্করণ নিয়ে এসেছে অ্যাপল।
ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে অনলাইনের মাধ্যমে আইফোন ১২ এর চারটি ডিভাইস প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ।