
নাজমুল হোসেন , ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ আটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির ২০৪ জন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।সোমবার ৯ আগস্ট বিকেল ৫ ঘটিকায় উপজেলার আবাদ তাকিয়া মাদ্রাসা মাঠে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সেসময় উপস্থিত ছিলেন, উপ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মাডি, সাবেক ছাত্রনেতা রুকনুল ইসলাম ডলার,বাংলাদেশ আটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান,সদস্য ঁআরিফুল ইসলাম রকেট, গোলাম কিবরিয়া লিটন, ইয়াসিন আলী ফারুখ,ফরহাদ ও আলমগীর সহ আটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উপকারভোগী সদস্য প্রমুখ।
উল্লেখ্য যে, ২০৪ জন শ্রমিকের মাঝে ১০ কেজি- চাল, ১ কেজি -ডাল,১ লিটার – তৈল,১ কেজি- লবণ ,২ কেজি- আলু সহ মোট ১৫ কেজি করে খাবার উপকরণ বিতরণ করা হয়েছে।