
পীরগঞ্জ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, শ্রমিক নেতা, লিয়াকত, দবিরুল ইসলাম , সালামত আলী প্রমুখ।
পীরগঞ্জ উপজেলার মোট ছয় শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, তেল , লবণ সহ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।