Subscribe our Channel

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ  
পীরগঞ্জ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা  পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, শ্রমিক নেতা, লিয়াকত, দবিরুল ইসলাম , সালামত আলী প্রমুখ।
পীরগঞ্জ উপজেলার মোট ছয়  শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ১০  কেজি চাল, ১ কেজি ডাল, আলু, তেল , লবণ সহ   বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *