
মোঃ আব্দুর রাজ্জাক বালিয়াডাংগী, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে গ্যাস টেবলেট খেয়ে আলতাফুর রহমান (২৮) নামে এক ঔষধ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
বুধবার রাত সাড়ে ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়কোট গ্রামে এ ঘটনা। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও স্থানীয় আধার বাজারের লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী।
বৃহস্পতিবার সকাল ১০টায় আলতাফুরের পারিবারিক সূত্রে জানা যায় বুধবার রাত ১০টার সময় ঔষধের দোকান বন্ধ করে বাড়ীতে আসে আলতাফুর। এরপর নিজের ঘরের দরজা বন্ধ করে গ্যাস টেবলেট খায় । বিষয়টি টের পেয়ে আমরা দরজা ভেঙ্গে তাঁকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে আমরা ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার সময় রাত আনুমানিক ১২টায় রাস্তায় আলতাফুর মারা যায়।
পরিবারের লোকজন আত্মহত্যার কোন কারণ বলতে না পারলেও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিজের পছন্দ করা একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন আলতাফুর। নিজের পরিবারের লোকজন বিয়ে মত না দেওয়ায় অভিমানে নিজের দোকানের গ্যাস টেবলেট খেয়ে এই পথ বেছে নিয়েছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত মোঃ আব্দুস সবুরের সাথে মুঠোফোনে জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত, মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা ঘটনার বিষয়ে তদন্ত করতাম।