
রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (৩ আগস্ট)দুপুরে বনগাঁও রাণী ২ আশ্রয়ণ প্রকল্পের পাশের রানীদিঘী পুকুরের পানিতে কয়েক জন শিশু গোসল করতে গেলে। শহিদের মেয়ে শুমাইয়া আক্তার(১২) গভির পানিতে তলিয়ে যায়, উপরে উঠে আসতে না পারায় তার সাথে থাকা বন্ধুরা খুজাখুজি করে না পাওয়ায় উপস্থিত শিশুরা পাশের বাড়িতে থাকা লোক জন কে খবর দিলে স্থানীয়রা এসে প্রায় আধা ঘন্টার উদ্ধার অভিজানের পরে শিশু টি কে খুজে পাওয়া যায়।এবং রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানায় আমারা প্রায় ১২ টা ৫০ মিনিটে একটি ফোন পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে চলে যাই।এবং আমরা পৌছানোর দুই তিন মিনিট আগে শিশুটিকে খুজে পাই স্থানীয়রা পরে স্থানীয়দের সহযোগিতায় শিশু টিকে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন আমরা খবর পাওয়ার পরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ছিলাম। কোন অভিযোগ না থাকায় বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।