Subscribe our Channel

রাজশাহীতে ৫০ মণ ভেজাল গুড় জব্দ করে আটক ৭ জন

ভেজাল খেজুরের গুড়সহ আটক সাতজন 

 

জেলা প্রতিনিধি ( রাজশাহী ) :

 

 

 

 

রাজশাহীতে ৫০ মণ ভেজাল খেজুরের গুড়সহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার বাঘা উপজেলার আড়ানী চকরপাড়া এলাকায় তাদের আটক করা হয়।

 

 

আটকরা হলেন, বাঘার চকপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. রকিব আলী (৪২), একই এলাকার বাসিন্দা মো. আকবর আলীর ছেলে মো. সুমন আলী (৪২), মৃত মাজদার রহমানের ছেলে মো. অনিক আলী (৩০), মো. মোসলেমের ছেলে মো. মাসুদ রানা (৩০), মো. আবদুল হান্নানের ছেলে মো. ওহাব আলী সাজু (২৫), মো. ওহাব আলীর ছেলে মো. মামুন আলী (২৭) ও মামুন আলীর সহোদর মো. বাবু (২৫)।

 

 

 

 

এবিএম মাসুদ হোসেন বলেন, কয়েক মাস ধরে আড়ানীর চকরপাড়া এলাকায় চিনি, চুন, হাইড্রোজেন, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছেন তারা।

 

 

 

তিনি আরও বলেন, তাদের কাছে থেকে ৫৮ ক্যারেটে (প্রতিটি ক্যারেটের গুড়সহ ওজন ৩৫ কেজি) দুই হাজার ৩০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য দুই লাখ ৪৩ হাজার ৬০০ টাকা।

 

 

 

এছাড়া ১০ বস্তা চিনি, ১৮ কেজি ফিটকিরি, ২৫ কেজি চুন, ৬০০ গ্রাম ডালডা, এক কেজি হাইড্রোজেন, দুটি গুড় বানানো তাওয়া, একটি মাটির চাড়ি, দুটি কাঠের তৈরি পাঠ, একটি ডিজিটাল ওয়েট মেশিন, ৭০০ মাটির তৈরি শরা উদ্ধার করা হয়েছে।

 

 

পুলিশ সুপার বলেন, মামলা দিয়ে সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *