
শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
কালিগঞ্জ উপজেলা ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঈদগা মোড় সংলগ্নে, করোনা পতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। (শনিবার ৫ই মে) রাত ৮ টায়, করোনা সচেতনতা বৃদ্ধি ও লকডাউনের ঘোষণা প্রচার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, উপজেলা প্রশাসনস, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, এবং ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকারের নির্দেশনায়, করোনা পতিরোধ কমিটির ৭ নং ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে।
উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মিলন হোসেন তিনি বলেন, আসুন আমরা সকলে ধৈর্যের সাথে এই সংকট মোকাবেলা করি। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত পরিস্কার করি, হাঁচি, কাশির সময় মুখ ঢেকে রাখি, নিজ নিজ বাড়িতে অবস্থান করি, আসুন আমরা সকলে সচেতন হই ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবো,নিজেরা সুরক্ষিত থাকি, পরিবার পরিজন ও প্রতিবেশীদের সুরক্ষিত রাখি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, জাতীয় পার্টির নেতা সোলাইমান সরদার, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক শিমুল হোসেন, মাওলানা মুফতি আবুল হোসেন, স্বপ্নের ভুবন যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম, সরকারি টিম লিডার ডাঃ আব্দুল্লাহ রহমান,বিপ্লব আহমেদ সাধারণ সম্পাদক ছাত্রলীগ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, আরাফাত হোসেন, আরিফুল ইসলাম, ফয়সাল আহমেদ, মাহাবুবুর রহমান রিপন,আব্দুর রাজ্জাক,শাহাদাত হোসেন, মিজানুর রহমান, শহীদ গাজী, মহিবুল রহমান, গ্রাম পুলিশ শরিফুল ইসলাম, মোছাঃ মিসকাতুল জান্নাত, জিল্লুর রহমান, শামীম রহমান প্রমুখ।