
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এবার মেয়াদোত্তীর্ণ ই-পাসপোর্ট এবং এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পুনরায় ইস্যু করতে অতিরিক্ত ভাবে কোনো ফি অথবা জরিমানালাগছে না ।আজ ৮ সেপ্টেম্বর ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরে তাদের অফিশিয়াল ফেসবুক পেজটিতে এ সকল তথ্যাদি পাওয়া গেল ।গত দিনগুলোতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করলে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো এবং নতুন পাসপোর্টের করতে আবারো আবেদন করা যেত।আর কোন অর্থ আর লাগছে না।এমনকি উক্ত অধিদফতরটির ফেসবুক পেজে ফের জানা যায়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন।