
বিনোদন ডেক্স : সবসমই কৌতুহলী আনন্দময় ব্যক্তিদের মনে আগ্রহ জন্ম নেয় এক একটি সিনেমা বানাতে কত টাকা নেয় এক একজন বলিউড সুপারস্টারা ? সুতরাং সুনির্দিষ্ট এই উত্তর নেই। তাই বলিউড সুপারস্টারাদের ছবি হিসেবে অর্থের পরিমাণ পরিবর্তনশীল হয়।
বলাবাহুল্য সিনেমার প্রতি বলিউড সুপারস্টারদের পারিশ্রমিক নির্ভর করে তার দক্ষতাকে কেন্দ্র করে। না বললেই নয় বলিউডের বেশ কম নায়কই রয়েছে যারা কিনা তারা উক্ত দক্ষতা টুকু দীর্ঘ সময়ের জন্য ধরে রাখেন ।
রণভীর সিং
রণভীর সিং সর্ব প্রথম বিজ্ঞাপনে মডেলার হয়ে ক্যারিয়ার শুরু করেন । পরবর্তীতে যশরাজ ফিল্ম এর ব্যানারেতে ব্যান্ড বাজা বারাত সিনেমাযতে নিজের অনেক পরিশ্রমে অভিনয় দিয়ে বলিউডে যাত্রাটি শুরু করেন । এই অভিনয়ে ছিল আলাদা স্বকীয়তা। অন্য ধরনের পোশাক পরিধান করে অন্যদের চেয়ে কিছুটা হলেও ব্যতিক্রম থাকতে পছন্দ করতেন । এই ফিল্মফেয়ার হতে পাওয়া সেই ৪টি পুরস্কারই বলে দেয় তিনি অভিনয়ে কতটা দক্ষ ছিলেন। অভিনয় করে তিনি ১৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে ছিলেন ।
সাঈফ আলী খান
তিনি সম্ভ্রান্ত পরিবার হতে আসা । তার বাবা নবাব মুনসুর আলী খান ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন অধিনায়ক এমনকি শর্মিলা ঠাকুর নন্দিত এক অভিনেত্রী। তিনি ১৯৯২ ইং সালে যশ চোপড়া পরিচালিত পরম্পরা সিনেমাতে প্রধান চরিত্র টিতে নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে অভিনয়ের মাধ্যমে বলিউডে আসেন । তিনি সিনেমাতে একজন প্রধান চরিত্র অভিনযয়ের মাধ্যমে ২০ কোটি রুপি পারিশ্রমিক পায় ।
অমিতাভ বচ্চন
দেশটির ভারত বর্ষে তিনি একজন জনপ্রিয় অভিনেতাদের একজন । সিনেমাতে অভিনয় বাদেও ভারতের অন্যতম বড় রিয়েলিটি শো। দেশটির ভারতে অন্যতম গুণী এই অভিনেতা প্রতিটি সিনেমার জন্য তিনি ২০-২৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন ।
অজয় দেবগন
বলিউডের এক অভিনব জনপ্রিয় অভিনেতা অজয়। তিনি বিয়েও করেন এক জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগনকে । তিনি ক্যারিয়ার গড়তে প্রথম সিনেমা ফুল ওর কাঁটা। সেই ছবিতে তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। প্রতিটি সিনেমাতে তিনি পারিশ্রমিক হিসেবে পেতেন ২৫ কোটি রুপি।
রণবীর কাপুর
বেশি পরিশ্রম এবং বেশি পারিশ্রমিক নেওয়ার তালিকাতে ষষ্ঠ স্থানে অঅছেন বিখ্যাত কাপুর বাড়ির সন্তান রণবীর কাপুর। তিনি ৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার রক্তেই বাবা এবং মা সকলেই অভিনয়ের তারকাতে ছিলেন । তিনি তার পারিশ্রমিক হিসেবে পেতেন ২৫ থেকে ৩০ কোটি রুপি।
হৃত্বিক রোশন
‘কাহোনা পেয়ার হে’ সিনেমা দিয়েই তিনি তার যাএা শুরু করেন । বলিউডে তার যাত্রা শুরু শৈশবকাল থেকেই । তিনি প্রতিটি সিনেমার জন্যপেয়ে থাকেন ৩০ থেকে ৪০ কোটি রুপি।
শাহরুখ খান
‘কিং খান’ নামে বলিউডে তার আরো একটি নামের আবির্ভা ব হয় ।প্রতিটি সিনেমাতে তিনি ৪০ থেকে ৪৫ কোটি রুপি পেতেন ।
অক্ষয় কুমার
তিনি পাঞ্জাবি পরিবারে জন্ম নেয়।তিনি প্রতিটি সিনেমার জন্য ৪৫ থেকে ৪৭ কোটি রুপি পেতেন ।
আমির খান
আমির সর্ব প্রথম তার চাচার সিনেমাযতে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবনটা শুরু করেন । তবে ১৯৮৮ ইং সালের কেয়ামত সে কেয়ামত থেকে তার সিনেমাতে প্রধান চরিত্র অভিনয় শুরু ।
প্রতিটি সিনেমাতে ৪৫ থেকে ৫০ কোটি রুপি পারিশ্রমিক পেতেন ।
সালমান খান
তিনি অভিনয় শেখার পড়ে বলিউডে সালমান । তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ করে অভিনয় শিখতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে । তিনি ১৯৮৮ সালে প্রথম সিনেমায় আসেন ।প্রতিটি সিনেমার জন্য তিনি ৬০-৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেতেন ।