
(ঢাকামে) প্রতিবেদক : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধুর বোনকে রক্ত দিতে এসে মাথা ঘুরে দুই তলা সিঁড়ির পাশ দিয়ে পড়ে গিয়ে মো. শাহরিয়ার শুভ (২৪) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।নিহত শাহরিয়ারের বন্ধু মো. রাকিব হোসেন জানান, আমার ছোট বোন মোছা. তানজিলা আক্তার বাতজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি রয়েছে। আজ আমরা দুই বন্ধু বোনকে রক্ত দেওয়ার জন্য সাভার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আসি।‘রক্ত দেওয়া শেষে হাসপাতালের দুইতালা সিঁড়ির পাশে বসেছিল আমার বন্ধু শুভ।
আমি ওকে সিঁড়িতে বসা দেখে, আমার বোনের কাছে যাই। পরে নিচে এসে শুনতে পাই, সে দোতলা থেকে মাথা ঘুরে নিচে পড়ে গেছে।’‘এরপর রক্তাক্ত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কিন্তু সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’তিনি আরও জানান, নিহত শুভর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগার থানায়।
তার বাবার নাম মো. গোলাম মাওলা রিপন।ঢাকার সাভার থানাধীন করনোপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো শুভ। সে সাভারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। দুই ভাইয়ের শুভ ছিল বড়, যোগ করেন বন্ধু রাকিব।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।