Subscribe our Channel

ফুলবাড়ীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত

প্রতীকী ছবি

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মটরসাইলের মুখোঁমুখী সংর্ঘষে সহিদুর ইসলাম(৬০) নামে একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সহিদুল ইসলাম বিরাপুর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত নবাব আলীর পুত্র। নিহতর পরিবার সুত্রে জানাযায়,গতকাল বুধবার সকালে হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহ করার জন্য তার স্ত্রী ও নাতনিকে নিয়ে মটরসাইকেল যোগে ফুলবাড়ীতে আসেন।

দুপুর দেড়টায় ফুলবাড়ী নিমতলা মোড় নামকস্থানে দিনাজপুর থেকে আসা মালবোঝাই ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সহিদুল ইসলাম মৃতবরণ করেন। মটরসাইকেল থাকা তার স্ত্রী ও নাতনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন।

পরে এসআই রব্বানী নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও তার ড্রাইভার ও হেলপার পালিযে যেতে সক্ষম হন। নিহতর লাশ ময়নাতদন্তের প্রয়োজনে দিনাজপুর মর্গে প্রেরণ করা হবে। নিহতর পরিবারের পক্ষ থেকে এখনো কোন প্রকার মামলা রুজু করা হয় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *