Subscribe our Channel

প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিভাগ। তিনি সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁস করছিলেন দীর্ঘদিন ধরেই।

গতকাল রাজধানীর বনশ্রী এলাকা থেকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি এক পরিসংখ্যানে জানা গেছে তিনি ২০১৪ সালে আরও একটি হত্যাকান্ডের সাথে জরিত ছিলেন।

সিআইডির পুলিশ সুপার এসএম আশরাফুল আলম আরও জানান,  অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ শুরু করেছে সিআইডি । অনেক সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে আরও অনুসন্ধান কার্যক্রম চলছে ।

তিনি আরও বলেন যে, অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত হলে প্রশ্নফাঁসের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে দ্রুত মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। আজ এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *