
খেলাধুলা প্রতিবেদকঃ
গত রোববারে আইপিএলের নিজেদের যাত্রা শুরু করেছে সাকিবের কলকাতা । ম্যাচের প্রথমেই বাজিমাত।
রাহুল ত্রিপাঠি ও নিতিশ রানা ঝড়ের পর প্রাসিদ কৃষ্ণার অসাধারণ বোলিংয়ে সাকিবের দল পেয়েছে ১০ রানের শুভ সুচনা। প্রথম জয়ের মধ্য দিয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছে তার দল। পাশাপাশি সাকিব তার প্রথম বলেই সাহার উইকেট নেন।
২০২১ সালের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।