Subscribe our Channel

পুলিশ সদস্য আকবরের দেশ ত্যাগ রুখতে পঞ্চগড় সীমান্তে সতর্কতাঃ জোরদার

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

সিলেটের বন্দরবাজার থানা পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ সদসৌ এসআই আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর থেকেই সারাদেশের ন্যায় পঞ্চগড় সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ইমিগ্রেসন কর্তৃপক্ষ।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিছুর রহমান জানিয়েছেন, যাতে করে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন পারাপার না হতে পারে তাই আমরা সবসময় পুরো সীমান্তে সতর্ক অবস্থানে ২৪ ঘন্টায় থাকি।

তবে করোনা ভাইরাসের কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধার ইমিগ্রেশন চেকপোস্ট ভারত যাতায়াত ব্যাবস্থা বন্ধ থাকায় এই পথ ব্যবহার করে কেউ ভারতে যেতে পারবে না বলে জানিয়েছেন ইমিগ্রেশনের কনেস্টবল আমিনুল ইসলাম।

জানা যায়, সিলেটের বন্দরবাজার থানা পুলিশ গত ১০ অক্টোবর রায়হান উদ্দিন নামের এক যুবককে আটক করে। অভিযোগ উঠেছে, ওই দিন রাতে ফাঁড়িতে তার ওপর নির্যাতন চালায় পুলিশ এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করে। ভোরে অপরিচিত একটি মোবাইল ফোন থেকে ছেলের ফোন পায় রায়হানের বাবা। তাতে ওই ফাঁড়িতে তাকে আটকে রেখে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করা হচ্ছে বলে জানায় রায়হান। বাবাকে টাকা নিয়ে এসে তাকে উদ্ধারের অনুরোধও করে রায়হান। ছেলেকে বাঁচাতে ভোরে তার বাবা টাকা নিয়ে ওই ফাঁড়িতে গেলে তাকে জানানো হয় রায়হান এখন ঘুমাচ্ছে। সকাল ১০টার দিকে আসতে হবে। পরে সকাল ১০টার দিকে গেলে তাকে বলা হয় সিলেট ওসমানী মেডিকেলে কলেজে যেতে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার ছেলে মারা গেছেন। এরপর মৃত ছেলের শরীরে নির্যাতনের ভয়াবহ চিহ্ন দেখতে পান তিনি। পরে গত ১১ অক্টোবর দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *