Subscribe our Channel

পীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মহিলার আত্মহত্যা

পীরগঞ্জ, ঠাকুরগাঁও (প্রতিনিধি):
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১২ই সেপ্টেম্বর, রোজ-শনিবার ৩নং খনগাঁও ইউনিয়নের বনবাড়ি গ্রামের ভালশী রাণী (৩৫) নামে এক মহিলা আত্মহত্যা করেছে। জানা যায় বনবাড়ি গ্রামের শ্রী হরি মোহন রায় এর মেয়ে ভালশী রাণী পেটের ব্যাথা সইতে না পেরে বেলা ১১ টার দিকে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা। তার চাচা বিজয় চন্দ্র রায় জানান এর আগে পেটের ব্যাথা সইতে না পেরে মেয়েটি বিষ খেয়েছিল। এবার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে ইউ’পি সদস্য জগদ্বীশ চন্দ্র রায় জানান মেয়েটি গরীব পরিবারের তাকে বহুবার চিকিৎসা করিয়েছে। তাই পেটের ব্যাথা সইতে না পেরে এমনটি করেছে বলে তিনি জানান। এই বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদ্বীপ কুমার রায় মুঠো ফোনে জানান উক্ত বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *