
আন্তর্জাতিক ডেক্স : দেশ দুটোর ইরান ও পাকিস্তানের মধ্যেই গত কয়েক বছর ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরজমান রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সাথে প্রতিবেশী দেশ ইরানের এমেই সম্পর্কের সন্তুষ্টি প্রকাশ করেছে। তিনি আরো বলেন, দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় এই সম্পর্ক আরো উন্নত করা জরুরি বিষয় হয়ে দাড়িয়েছে।
ইমরান খান আরো বলেন, গত ২বছর ধরেই পাকিস্তান প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক উন্নত করছেন। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইমরান খান ইরানের সাথে সম্পর্ক জোরদারের কথা বলেছেন।