
নিজস্ব প্রতিবেদক :
নতুন লোগোটিও দেখতে ঠিক আগের এম (M) আকারের মতোই । তবে এতে নতুন হিসেবে থাকছে কোর ব্র্যান্ড কালার্স, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। জি-মেইলের এই লোগো পরিবর্তনে যা দাঁড়াল তা আসলে, গুগল ফটোস, গুগল ম্যাপস, ক্রোম ও অন্যান্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে।