Subscribe our Channel

পরিবর্তন হচ্ছে জিমেইলের বর্তমান লোগো, যুগের সাথে তাল মিলিয়ে আসছে নতুন
নিজস্ব প্রতিবেদক :
 সার্চ জায়ান্ট গুগল ইতিমধ্যেই বেশকিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তারা জি-মেইলের লোগো বদলানোর সিদ্ধান্তও নিয়ে নিয়েছে তারা।

নতুন লোগোটিও দেখতে ঠিক আগের এম (M) আকারের মতোই । তবে এতে নতুন হিসেবে থাকছে কোর ব্র্যান্ড কালার্স, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। জি-মেইলের এই লোগো পরিবর্তনে যা দাঁড়াল তা আসলে, গুগল ফটোস,  গুগল ম্যাপস, ক্রোম ও অন্যান্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *