Subscribe our Channel

পঞ্চগড় সাতমেরা ইউনিয়নে বিয়ের দাবিতে এক তরুণীর অনশন চলছে
মোঃ তোতা মিয়া- বিভাগীয়- ব্যুরো প্রধান- রংপুর :
পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের কাক পাড়া গ্রামে এক তরুণী গত কাল রাত থেকে এই পর্যন্ত বিয়ের দাবিতে লম্পট   মুরাদ এর বাড়ির সমনে অনশন করছে।  ওই তরুণী  কাক পাড়া গ্রামের মোঃ আমিরুল ইসলামের কন্যা, অভিযোগ সূত্রে জানা যায় একই গ্রামের মোঃ হাকিমদ্দিন এর লেছে, মোঃ মুরাদ (২২) তরুণীকে বিয়ে করবে বলে আশা দিয়ে তার সাথে একাধিকবার দৈহিক মেলামেশা করে। এদিকে মুরাদ ও তার বাড়ির লোকজন বিসয়টি টেরপেলে,  মুরাদকে অন্যখানে বিয়ে করাবে বলে কন্যাপক্ষর কাছ থেকে যৌতুক লেনদেন করা হলে। ওই তরুণী ও তার পরিবারের লোকজন জানতে পারে এমনতো অবস্থায় তরুণী গতকাল রাতে বিয়ের দাবিতে মুরাদ এর বাড়িতে  অনশন করতে থাকে। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য করের সৃষ্টি হয়েছে। এবিসয়ে তরুনীর সঙ্গে কথা বললে তিনি বলেন মুরাদ আমাকে বিয়ে করার কথা বলে এখন আমাকে বিয়ে না করে অন্যখানে বিয়ে ঠিক করেছে তাই আমি বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছি। তরুণী এখন পর্যন্ত মুরাদের বাসায় বিয়ের দাবিতে অনশন করছে। তবে মুরাদ এর বাসার লোকজন সকলেই বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন তাদের কে খুজে পাওয়া যায়নি। এ বিষয়ে পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমাকে মৌখিকভাবে অভিযোগ করেছে আমি সেখানে চৌকিদার পাঠিয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *