আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।।পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা । ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনসমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করছেন অনেকেই।তবে উল্লখযোগ্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে ৬ জন প্রার্থীর নাম। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৬ সালে নির্বাচিত হওয়া বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারেক হোসেন । গত নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে অংশগ্রহণ কারী মোঃ বাদশা সোলায়মান ।স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোহাম্মদ আলী ।