
মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :
পঞ্চগড় পৌর যুব লীগের সভাপতি পৌর নতুন কাউন্সিলর পদপ্রার্থী হাসনাত মোঃ হামিদুর রহমান এর স্ত্রী, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের কামারপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সকলের হাতে লিফলেট দিয়ে তার স্বামী পৌর যুব লীগের সভাপতি ও বাংলাদেশ সবুজ আন্দোলন এর পঞ্চগড় জেলা কমিটির সভাপতি, হাসনাত মোঃ হামিদুর রহমান, এর জন্য ভোট চান।

এ সময় উনার সাথে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মহিলারা একত্রিত হয়ে ৫ নং কামারপাড়ার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন। এবং বলেন হাসনাতকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আগামীতে এই ওয়ার্ডের যত সমস্যা আমরা সমাধান করার লক্ষ্যে আপনাদের বাড়িতে এসেছি। আমার স্বামী কাউন্সিলর হলে এই এলাকার কোন সমস্যা থাকবে না, তাই তাকে একটি করে ভোট দিয়ে পৌর ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন।

আমি আপনাদের এই এলাকার বৌমা, কারো চাচি, কারো ভাবি, কারো বোন, তাই আমি কোনদিন আপনাদে কাছে কিছু চাইনি এবার এসেছি আপনাদের কাছে কিছু চাইতে সেটি হল আপনারা সকলেই একটি করে ভোট দিবেন এটাই আমার চাওয়া, আশা করি আপনারা আমার এই অনুরোধটুকু রাখবেন। একথা বলে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে লিফলেট বিতরণ করে চলেছেন।