
মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল শুধই নামে মাএ আধুনিক বাস্তবে ঠিক উল্টো, অল্প বৃষ্টিতে বিপাকে রোগীরা পানি নিষ্কাশনের জন্য নেই কোনো ড্রেনের ব্যবস্থা, অল্প বৃষ্টি হলেই হাসপাতাল জুড়ে সৃষ্টি হয় নানা জটিলতা। তাছাড়া বর্জ্য ময়লা ফেলানোর কোন ডাসমিন না থাকায় হাসপাতাল জুড়ে পুরো এলাকায় সৃষ্টি হয় বায়ুদূষণ সহ দুর্গন্ধ। এ থেকে মুক্তি চায় হাসপাতালের কর্মী রোগী ও রোগীর স্বজনরা সহ সকল স্তরের মানুষ। পঞ্চগড়ের ৫ উপজেলার মানুষের একমাত্র ভরসা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। বর্তমানে হাসপাতাল টির নানা সমস্যায় জর্জরিত। ড্রেনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই হাসপাতালে কক্ষসহ চারপাশ ভরে যায় হাসপাতালে নোংরা পানিতে এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালের চিকিৎসকসহ রোগী ও রোগীর সকল মানুষকে। তাছাড়া ডাসবিন, না থাকায় চারপাশে দেখা যায় নানা ময়লার আবর্জনার ইস্তপ। এই আবর্জনা থেকে দুর্গন্ধ সহ ছড়াচ্ছে নানা রোগজীবাণু। হাসপাতালের এমন বেহাল দশা হলেও সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। এ বিষয়ে পঞ্চগড় পৌর মেয়র কে জানানো হয়েছে বলে কোন কাজ না হোয়ায় হতাশা প্রকাশ করেন জেলা সিভিল সার্জন। এদিকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন পৌর মেয়র। ভুক্তভোগীরা বলছেন কোন আশ্বাস নয় ৫ উপজেলার মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতালটি দূরুত ব্যবস্থা নিতে হবে এমনটি প্রত্যাশা করেন রোগী রোগীর সজন সহ হাসপাতালের সকল কর্মচারী কর্মকর্তা ও পঞ্চগড়ের সকল সুশীল সমাজের মানুষ। সেই সাথে পঞ্চগড় হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নতি করার আহ্বান জানিয়েছেন পঞ্চগড় বাসি। অনেক সময় দেখাজায় হাসপাতালের ভেতরে গবাদিপশুর পায়খানা আমরা কি এখনো সেই আগের যুগে পড়ে আছি নাকি ডিজিটাল যুগে বাস করছি এটাও কিন্তু ভাববার বিষয় সামুয়ীক এই সমস্যাগুলো সমাধান দেওয়ার দায়িত্ব কার এমনটিও বলেন ভুক্তভোগীরা।