Subscribe our Channel

পঞ্চগড় আটোয়ারী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংস করলেন কৃষি অফিসার

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

পঞ্চগড় আটোয়ারী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংস করেছেন আটোয়ারী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লা আল মামুন।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার সময় আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর দোকানের ছেলের মধ্যে সাজানো মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে তা দোকান থেকে প্রায় ৭ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করে মাটিতে গর্ত করে মেয়াদোত্তীর্ণ কীটনাশক এর বোতলগুলো ভেঙ্গে পুঁতে ফেলা হয়। এ সময়ে কৃষি অফিসার আব্দুল্লা আল মামুন সকল ব্যবসায়ীকে সচেতন হওয়ার জন্য সাবধান করেন। এবং বলেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ কৃষকদের কাছে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ প্রথমবারের মতো আমি এই ব্যবসায়ীকে সাবধান করে গেলাম এরপরে এ ধরনের মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোন ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও কৃষি অফিসার বর্তমান কারেন্ট পোকা থেকে কিভাবে কৃষকের ফসল ভালো রাখা যায় সেই বিষয়ে বাজারে কৃষকদের সামনে সচেতনমূলক বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলার উপসহকারী আবু বক্কর সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *