Subscribe our Channel

পঞ্চগড়ে সবুজ আন্দোলন এর আয়োজনে এক বিশাল মানববন্ধন
মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :

পঞ্চগড় বাঁচাও দুষন হাটাও এই শ্লোগান কে সামনে রেখে পঞ্চগড় জেলায় সবুজ আন্দোলন সংগঠন এর আয়োজনে বিশাল মানববন্ধন এর আয়োজন করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় পঞ্চগড় শের বাংলা চত্বরে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দলমদ নির্বিশেষে সকল স্তরের নারী পুরুষ অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশের ৬৪ জেলায় পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এই সংগঠনটি। সবুজ আন্দোলন সংগঠনের কর্মীদের বক্তব্য অনুযায়ী জানা যায় বর্তমান প্রেক্ষাপটে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
পঞ্চগড় পৌরসভার মধ্যে  নানা অনিয়ম যন্ত্র তন্ত্র গাড়ি পার্কিং, ময়লার  স্তুপ, ট্রাকে করে তিরপাল দিয়ে ঢাকা ছাড়াই বালি বহন, বাজারের ভিতরে কাঁচামাল আড়ৎ এর ময়লা আবর্জনা রাস্তায় ফেলানোর কারনে বায়ু দূষণ, শব্দ দূষণ,সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। সবুজ আন্দলোনের সভাপতি হাসনাত মোঃ হামিদুর রহমান বলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চগড় শহরের অলিগলিতে চলাফেরা করা কোন গ্রহণযোগ্যা নেই বাজারের গলিতে ব্যবসায়ীরা চলাফেরার রাস্তার দখল করে তাদের দোকানের মালামাল সাজিয়ে রাখেন বিধায় মানুষের চলাচলের ব্যাঘাত ঘটচ্ছে। বাজারের ভেতরে ময়লা আবর্জনা রাস্তায়  ফেলানর কারনে দুর্গন্ধের সৃষ্টি হয়। বর্ষাকালে কাঁচামাল আড়ৎ এর রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। আড়ৎ এর ময়লা আবর্জনা রাস্তায় ফেলার কারণে অনেক সময় পথচারীসহ স্কুল-কলেজের ছেলেমেয়েদের পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এসব দেখার দায়িত্ব যার তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। পৌরসভা সংস্কারের জন্য প্রতিবছরই সরকার একটি বরাদ্দ দিয়ে থাকেন এসব বরাদ্দের অর্থ কোথায় ব্যয় হয় কর্তৃপক্ষই ভালো জানেন। আমরা পৌরবাসী ট্যাক্স ভ্যাট সব কিছুইদেই কিন্তু আমাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবো কেন। এছাড়াও সবুজ আন্দোলন এর বিভিন্ন কর্মীরা যে যার মত বক্তব্য রাখেন বক্তব্য শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *