
মোঃ তোতা মিয়া রংপুর বিভাগীয় প্রধান :
পঞ্চগড় সদর উপজেলায় গরুর জন্য ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনজু বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ আনজু বেগম ওই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, আজ দুপুরে গৃহবধূ আনজু বেগম বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ধানক্ষেতে পানি নিষ্কাশনের মোটরের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।