
মোঃ তোতা মিয়া বিভাগীয় পুরপ্রধান রংপুর
পঞ্চগড়ে পৌর এলাকায় বর্ষা এলেই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন পঞ্চগড় রামের ডাঙ্গা এলাকার মানুষ, বিভিন্ন মহলে অভিযোগ করেও কোন উপায় না পেয়ে এলাকাবাসী, পৌর আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কজী আল তারিক কে অভিযো করেন। চেয়ারম্যান কাজী আল তারিক বিষয়টি আমলে নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ডেকে এনে রামের ডাঙ্গা পুরো এলাকা ঘুরিয়ে দেখান। সরেজমিনে গিয়ে দেখা যায় পানি নিষ্কাশনের কোন ব্যাবস্থা না থাকায় জলাবদ্ধতায় ভুগছিলেন রামের ডাঙ্গার এলাকাবাসী।
ঘরে পানি ঢুকে পচা পানির কারণে চর্ম ও পানি বাহিত নানা রোগে আক্রান্ত হয়েছেন মানুষ। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পরে। ড্রেন বা কালভার্ট ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তিতে পড়েন রামের ডাঙ্গা সহ পঞ্চগড় পৌর এলাকার মানুষ। প্রশাসন বা পৌরসভার কাছে গিয়েও সমাধান পাচ্ছেন না পৌরবাসী। এ বিষয়ে এলাকাবাসী নিরুপায় দিনা কালাতিপাল কাটাচ্ছেন।এছারাও ওই এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে এলাকাবাসী নানা অভিযোগ করেন তার বলেন । রামের ডাঙ্গার গোটা এলাকাবাসীকে একদিকে রেখে শুধুমাত্র ব্যক্তি আনা একটি বাড়িতে পাকা রাস্তা নির্মাণ করে দেন ওই কাউন্সিলর তাই মানুষের মনে নানা প্রসন্ন জর্মনিয়েছে। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলাকাবাসী বলেন আমাদে এখানকার কোনো রাস্তা ঠিকনেই আমরা বাসা থেকে বেরোতে পারিনা, আমাদের সমস্যা সমাধান না করলে আমরা এলাকাবাসী সবাই ডিসি অফিস বরাবরে স্মারকলিপি ও মানববন্ধন করতে বাধ্য হব।