Thursday, 13 March 2025, 7:44:27 pm

Subscribe our Channel

পঞ্চগড় দেশের সর্ব উত্তরের জেলা এবার আগেভাগেই উকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এ জেলার তেতুলিয়া উপজেলা থেকে এবার আগেভাগেই দেখা দিয়েছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা প্রতি বছরের তুলনায় এবার অক্টোবরের শেষের দিকে দেখা যাচ্ছে অপূর্ব রূপে ওপার বাংলার কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য।(আজ ২৯ অক্টোবর)

সকাল থেকে পঞ্চগড় তেতুলিয়া ডাকবাংলো পিকনিক স্পর্ট থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকেও খালি চোখেই দেখা গেছে অপরূপ সাজে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য। স্থানীয়দের দাবি চলতি বছরের প্রথমে আজ দেখা গেল এই অপরূপ কাঞ্চনজঙ্ঘা। জানা যায় দুই মেরু দেখার বাইরে সবচেয়ে বেশি বরফ ধারণ করে রেখেছে হিমালয়ের পর্বতমালা। আর সূর্যের সব রঙেরই যেন তার নিজের মধ্যে ধারণ করে রাখা, হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তাই সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে দেখা যায় ক্ষণে ক্ষণে, পাল্টাতে থাকে কাঞ্চনজঙ্ঘার রূপ, প্রথমে দেখা যায় টুকটুকে লাল রং, পরে আবার লাল রং থেকে পাল্টে গিয়ে হলুদ রঙে পরিণত হয়, সর্বশেষে  সাদা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কে। প্রতিবছর এই উপজেলায় যেকোনো এলাকা থেকে পর্যটকরা এসে ভিড় জমায় এই অপরূপ দৃশ্য দেখার জন্য। তাই এবার এখনই শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। তেতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায় তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এছাড়া তেতুলিয়া থেকে এভারেস্ট শৃঙ্গের দূরত্ব ৭৪ কিলোমিটার। হিমালয়  পদদেশ তেতুলিয়ায় অবস্থিত হওয়ায় খালি চোখে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এই অপরূপ দৃশ্য উপভোগ করেন সকল পর্যটকরা। তাই এবার উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এবার পিকনিক কর্নার নতুন করে সাজানো হয়েছে এলাকার সবকিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *