
মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :
পঞ্চগড়ে পৌর মেয়র প্রার্থী এস এম হুমায়ুন কবির উজ্জল এর সমাবেশে সকল স্তরের নারী পুরুষ নেতাকর্মী দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫ টার সময় পঞ্চগড় পৌরসভার কামাত পাড়া এলাকার ৫ নং ওয়ার্ডে এক বিশাল আলোচনা সভায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল দলের সকল নেতাকর্মীদের নিয়ে একটি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছেন , এসময় তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি যতদিন পঞ্চগড়ে রাজনীতি করেছেন সম্মানের সাথে রাজনীতি করেছেন পঞ্চগড়ের মানুষের জন্য তিনি লড়াই করে গেছেন, আমার বাবার হাত ধরে আমিও রাজনীতি করতে শিখেছি ছাত্রলীগ থেকে যুবলীগ যুবলীগ থেকে আওয়ামী লীগে এসে, এখন আমি এই এলাকার মানুষের খেদমত করতে চাই তাই আজ আমার আপনাদের কাছে চাওয়ার অনেক কিছু আছে। আজ আমরা পঞ্চগড় পৌরসভায় বাস করছি কিন্তু পৌরসভার বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। তাই এবার আমি পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের এলাকার ছেলে। আমি আশা করি মেয়র হিসেবে আমি যদি পৌরসভায় যেতে পারি তাহলে আপনাদের কথা দিচ্ছি পঞ্চগড় পৌরসভার চিত্র আমি পাল্টে দিব আমাদেরকে আর পানিবন্দি হয়ে থাকতে হবে না। একথা বলে সকলের কাছে একটি করে ভোট আবদার করেছেন, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল।