
মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টার সময় পৌর ৫ নং ওয়ার্ডের কামাত পাড়া পঞ্চগড় নুরুন আলা নূর আলা কামিল মাদরাসা প্রাঙ্গণে ৫ নং ওয়ার্ড যুব লীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বক্তারা বিভিন্ন বক্তব্য পেশ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জননেতা কাজী আল তারিক, আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বর্তমান প্রেক্ষাপট সংগ্রামী নেতা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল, উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি হামিদুর রহমান হাসনাত, উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, ৪,৫,৬, পৌর মহিলা কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী, সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী।