
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপির কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় বিরল-বোচাগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০শে সেপ্টেম্বর রবিবার তার নির্বাচনী এলাকা সেতাবগঞ্জ চিনিকল শ্রমিকলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রোববার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, বেনাপোল স্থলবন্দরসহ বিভিন্ন স্থানে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয় এবং খাবার বিতরণ করা হয়।
বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নৌ প্রতিমন্ত্রীর রোগমুক্তি কামনা করা হয়।
রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ মিলাদে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও নৌ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় রাজধানীর বাংলামোটরের প্রধান কার্যালয়ের মসজিদে বিআইডব্লিউটিসি দোয়া ও মিলাদের আয়োজন করে। মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর রোগমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মিলাদে সংস্থার চেয়ারম্যান খাজা মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে রাজধানীর কাওরানবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে নৌ প্রতিমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে তরিকুল ইসলামসহ কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ের পাশাপাশি বেনাপোল স্থল বন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দরেও অনুরূপ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র প্রধান কার্যালয় চট্টগ্রামেও নৌ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বিরসহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে নৌ প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা দিনাজপুরের বিরলেও প্রতিমন্ত্রীর সুস্থতা কামনা করে দেয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিরল পৌর আওয়ামী লীগ এ মিলাদের আয়োজন করে। বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখসহ দলীয় নেতা-কর্মীগণ এতে অংশ নিয়ে প্রতিমন্ত্রীর সুস্থতা কামনা করেন।