
খেলাধুলা প্রতিবেদক :
খেলার প্রথম সাক্ষাতের ম্যাচটিতে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছিল জার্মানের ক্লাব আরবি লাইপজিগ এমনকি দ্বিতীয় বারের লেগে পিএসজির মাঠে খেলতে গিয়েও স্বাগতিকদেরকে কঠিন একটি পরীক্ষা নিয়েছেন দেশটির জার্মান ক্লাব।
তবে তারা পায়নি কোন আশানোরুপ জয়। লাইপজিগের মাঠ থেকে হেরে ফিরলেও, নিজেদের ঘরে প্রতিশোধ নিয়েছে পিএসজি। দলের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের করা পেনাল্টি গোলে ১-০ ব্যবধানেই জিতেছে থমাস টুখেলের শিষ্যরা।
এতে করে নকআউট খেলার আশাও বাঁচিয়ে রেখেছে পিএসজি। ফুটবল খেলার সেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ গত বারের রানার্সআপরা এবার নিজেদের প্রথম৩ টি ম্যাচ জিতেছিল ১টি মাত্র ম্যাচ।
গতকাল ২৪ নভেম্বর রাতে লাইপজিগের বিপক্ষে ম্যাচটি হারলে কার্যত তাদের নক আউট খেলার আশাই শেষ হয়ে যেত। যা হয়নি কষ্টার্জিত জয়ে।