Monday, 17 March 2025, 4:41:06 am

Subscribe our Channel

নবজাতকের ডান কানে আযান ও বাম কানে ইকামত দেয়া

খাস সুন্নতে রসূল। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-

عَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى، وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى رُفِعَتْ عَنْهُ
أُمُّ الصَّبِيَّاتِ

অর্থঃ হযরত হাসান বিন আলী আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন, যার সন্তান হয়, তারপর লোকটি
সন্তানের ডান কানে আযান ও বাম কানে ইকামত দেয়, তাহলে তাকে উম্মুস সিবয়ান(বদ জিন) ক্ষতিগ্রস্থ করতে পারবে
না।[শুয়াবুল ঈমান,১১/১০৬,হাদীছ নং-৮২৫৪, আল আযকার লিন নববী, হাদীছ নং-৮৩৮]

عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ্রأَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ
হযরত যাহরা আলাইহাস সালাম উনার রেহেম শরীফ হতে যখন হযরত ইমাম হাসান আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ
মুবারক গ্রহণ করলেন, তখন আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে
হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার কান মুবারকে সালাতের আযানের মত আযান দিতে দেখেছি। [আবূ দাউদ
শরীফ(ইফাবা), হাদীছ নং-৫১০৫, তিরমিযী শরীফ (ইফাবা), হাদীছ নং-১৫২০]

عن حسين قال : قال رسول الله – صلى الله عليه و سلم – : من ولد له فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى
হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন যে,যার সন্তান হয়,সে যেন তার ডান কানে আযান এবং বাম কানে
ইকামত দেয়। [শুয়াবুল ঈমান, হাদীছ নং-৮৬১৯, মুসনাদে আবী ইয়ালা, হাদীছ নং-৬৭৮০, মুসান্নাফ আব্দুর
রাজ্জাক,হাদীছ নং-৭৯৮৫]
আল্লাহ পাক আমাদের কে এই সুন্নত মুবারক উনার আমল করার তৌফিক দান করুন। আমীন।
কলামিস্ট ও সাংবাদিক মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *